শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : আল্লাহ তায়ালা আরশোপরি সমাসীন, তবে কি তাঁর জন্য স্থান ও আসনের আবশ্যকতা আছে?


প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

উত্তর : আল্লাহ তায়ালা আরশোপরি সমাসীন এ কথাটি সত্য। তবে তার জন্য স্থান ও আসনের আবশ্যকতা নেই। তাঁর আরশে সমাসীন হওয়ার রূপ ও ধরন আমাদের জানা নেই। আল্লাহ সমাসীন এ কথাটি জ্ঞাত। তবে সমাসীনের রূপ ও অবস্থা অজ্ঞাত। (আকীদায়ে তাহাভিয়্যাহ মায়াশ সারাহ। ২৮০; শরহে ফিকহে আকবার: ১০৪)
উত্তর দিচ্ছেন : এ কে এম ফজলুর রহমান মুনশী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন