পিরোজপুরের নাজিরপুর উপজেলার ভীমকাঠী এলাকা থেকে ২৭ কোটি টাকার কষ্টি পাথরসহ ৩ জনকে আটক করেছে খুলনা র্যাব-৬ এর একটি দল। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের পূর্ব ভীমকাঠী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ২৭ কোটি টাকার কষ্টি পাথরসহ ৩ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিরস্ত্র র্যাব-৬ খুলনা এর সাব ইনস্পেক্টর মো: মাসুদ রানা। র্যাব বলেছে উদ্ধার করা কষ্টি পাথরটি বিক্রির জন্য ওই এলাকায় রেখেছিল আটককৃতরা। আটক ৩ জন হলো নাজিরপুর উপজেলার পূর্ব ভীমকাঠী গ্রামের সোবাহান শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৫৫), কাটাবুনিয়া গ্রামের আজাহার আলী শেখের ছেলে মোঃ কিবরিয়া শেখ (৪২) ও মধ্য জয়পুর কালিবাড়ী গ্রামের মৃত নির্মল বড়ালের ছেলে নিশিত বড়াল (৫২)। নিরস্ত্র র্যাব-৬ খুলনা এর সাব-ইনেস্পক্টর মোঃ মাসুদ রানা ইনকিলাবকে বলেন কষ্টি পাথরটি খুলনার আরকিউলোজিষ্ট থেকে পরীক্ষা করা হয়েছে এবং আনুমানিক মূল্য ২৭ কোটি টাকা। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আটক ৩ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন