শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা পালন করছে ইসলামাবাদ

বাজওয়া তত্ত্বের অর্থ হলো শান্তিপূর্ণ পাকিস্তান : সামরিক মুখপাত্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। এক সংবাদ সম্মেলনে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশান্সের (আইএসপিআর) ডিজি পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা থেকে ভারতকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামাবাদ ইতিবাচক ভূমিকা পালন করেছে। আর ভারত যদি আফগানিস্তানের মাধ্যমে অথবা নিয়ন্ত্রণ রেখার মাধ্যমে পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাহলে সেটা ভারতের স্বার্থের জন্যও খুব একটা ভালো হবে না। মেজর জেনারেল আসিফ গফুর পাকিস্তানী নাগরিকদের উপর হামলা করা থেকে বিরত থাকার জন্য ভারতের প্রতি আহ্বান জানান। চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর প্রসঙ্গে এই সামরিক মুখপাত্র বলেন, সিপিইসিকে সফল করাই পাকিস্তানের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ। তিনি বলেন, ভারত যদি সিপিইসিকে হুমকি মনে করে, তাহলে এটা পুরো অঞ্চলেই নেতিবাচক প্রভাব ফেলবে। বাজওয়া ডকট্রিন সম্পর্কে এক প্রশ্নের জবাবে ডিজি আইএসপিআর বলেন, এই তত্ত পুরোটাই দেশের নিরাপত্তা-কেন্দ্রিক। এখানে ১৮তম সংশোধনী বা বিচার বিভাগ নিয়ে কিছুই নেই বলেও জানান তিনি। বাজওয়া তত্তে¡র একমাত্র অর্থ হলো শান্তিপূর্ণ পাকিস্তান, যেটা প্রতিটি পাকিস্তানী নাগরিকের আকাক্সক্ষা। তিনি আরও বলেন, এই তত্তে¡র লক্ষ্য হলো পাকিস্তানের আবার সেই জায়গায় নিয়ে যাওয়া, ৯/১১ এর আগে পাকিস্তান যেখানে ছিল। সাউথ এশিয়ান মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন