শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

এটা তুরস্কের বিরুদ্ধে বৈরিতার বহিঃপ্রকাশ : এরদোগান

কুর্দিদের সাথে আলোচনায় ফ্রান্সের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের সাথে তুরস্কের আলোচনার জন্য মধ্যস্থতা করার যে প্রস্তাব ফ্রান্স দিয়েছিল তা প্রত্যাখ্যান করে আঙ্কারা বলেছে, এটা তুরস্কের বিরুদ্ধে বৈরিতার বহিঃপ্রকাশ মাত্র। ফ্রান্সের এমন প্রস্তাবের কড়া জবাবের মধ্যে দিয়েই তা প্রত্যাখ্যান করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ প্যারিসে সিরিয়ার কুর্দি প্রতিনিধিদের সাথে এক বৈঠকে মিলিত হন। এসময় কুর্দিদের সাথে আলোচনার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট। আর এই আলোচনার জন্য প্রয়োজনে ফ্রান্স মধ্যস্থতা করতে প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন তিনি। তবে ফ্রান্সের এ প্রস্তাব ফিরিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান গত শুক্রবার বলেন, তুরস্ক এবং সন্ত্রাসী কুর্দিদের সাথে আলোচনার মধ্যস্থতা করার আপনি কে? যারা সর্বোচ্চ সংখ্যক সন্ত্রাসীদের আশ্রয় দেয় আর যাদের দেশে সন্ত্রাসীরা অবাধে তাদের কার্যক্রম পরিচালনা করে, তাদের বুঝে নেয়া উচিত যে, এটা তুরস্কের বিরুদ্ধে বৈরিতার বহিঃপ্রকাশ। তুরস্কের আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির এক সভায় এমন বক্তব্য করেন এরদোগান। এসময় ফ্রান্সকে উদ্দেশ্য করে আরও বলেন, যারা সন্ত্রাসীদের সাথে একই বিছানায় ঘুমায় এমনকি তাদের প্রাসাদে সন্ত্রাসীদের আমন্ত্রণ জানায়, আজ অথবা কাল, তারা ঠিকই তাদের ভুল বুঝতে পারবে। ফ্রান্সের নিজেদের নীতিমালার কারণেই যখন ইরাক ও সিরিয়ার সন্ত্রাসীদের দিয়ে ফ্রান্স পূর্ণ হয়ে যাবে তখন যে তারা (ফ্রান্স) আমাদের সাহায্য চাইতে না আসে- ফ্রান্সের প্রতি সতর্কতা উচ্চারণ করে বলেন তুর্কি প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ইরাকের কুর্দিস্তানের কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজি তুরস্কের কাছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। ইরাক-তুরস্ক সীমান্তে স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র গঠনের জন্য লড়াই করে আসছে কুর্দিরা। এর আগে, তুর্কি উপ-প্রধানমন্ত্রী বাকির বুজদাগ গত শুক্রবার বলেছেন, যারা তুরস্কবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহযোগিতা দেবে ও তাদের সঙ্গে সংহতি প্রকাশ করবে, আঙ্কারা তাদেরকেও সন্ত্রাসী হিসেবে গণ্য করবে এবং তাদের ওপর আঘাত হানবে। তিনি এক টুইটে এ কথা বলেছেন। তবে ফ্রান্স এ ধরনের অযৌক্তিক পদক্ষেপ নেবে না বলে তিনি আশা করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গত বৃহস্পতিবার এলিসি প্রাসাদে সিরিয়ার কুর্দি গেরিলা নেতাদের সঙ্গে বৈঠকে তাদের প্রতি সমর্থনের যে ঘোষণা দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় তুর্কি উপ-প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এ প্রসঙ্গে বলেছেন, কুর্দি গেরিলাদের বিষয়ে ফ্রান্স শতভাগ ভুল অবস্থান নিয়েছে। তিনি বলেন, মিত্র দেশগুলোর সেনাদের ক্ষতি করার কোনো ইচ্ছা আমাদের নেই। তবে আমরা সীমান্তে গেরিলাদেরকে অবাধে তৎপরতা চালানোর অনুমতি দিতে পারি না। তুরস্ক সিরিয়ার আফরিনে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি দেশটির নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে আঙ্কারা দাবি করে আসছে। আনাদোলু,পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন