সিরিয়ায় আইএস’র বিরুদ্ধে অভিযানে এই প্রথম এক ব্রিটিশ সেনা নিহত হয়েছে। সার্জেন্ট ম্যাট টনরেও নামে ওই সেনার বয়স ৩৩ বছর। তিনি স্পেশাল এয়ার সার্ভিস ইউটিতে দায়িত্বরত ছিলেন। গত শনিবার তার নাম প্রকাশ করা হয়। বার্তা সংস্থা জানিয়েছে, নিহত ম্যাট আইএস জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে নিহত প্রথম ব্রিটিশ সৈন্য। সিরিয়ার মানবিজ নগরীতে এক বোমা বিস্ফোরণে জোট বাহিনীর
অন্য সদস্যদের সঙ্গে ম্যাটও
আক্রান্ত হন। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন