শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

পশ্চিম তীরে শুক্রবারের আজান নিষিদ্ধ করেছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত ইব্রাহিমী মসজিদে শুক্রবারের আজান নিষিদ্ধ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ, এ খবর জানিয়েছেন ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রী ইউসুফ আদায়স। আদায়স এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তকে ‘একটি বিপজ্জনক উদাহরণ’ এবং ‘ইবাদতের স্বাধীনতার ওপরে কাপুরুষোচিত হস্তক্ষেপ’ বলে অবহিত করেছেন। মন্ত্রী অভিযোগ করে বলেন, ‘মসজিদটির বিরুদ্ধে ইসরাইলি দখলদার কর্তৃপক্ষ ও ইহুদি বসতি স্থাপনকারীদের এমন অব্যাহত আইন লংঘনের ঘটনা সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, তারা মুসলিম ধর্মাবলম্বীদের ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।’ ইব্রাহিমী মসজিদটি পুরাতন জেলা শহর হেব্রনে অবস্থিত, যেখানে প্রায় ৪০০ জন অবৈধ ইহুদি বাসিন্দা প্রায় দেড় হাজার জন ইসরাইলি সৈন্যের সুরক্ষায় বসবাস করছে। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন