ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কোটা সংস্কারের জন্য যে আন্দোলন চলছে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। একই সঙ্গে এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ঢাবির শিক্ষক সমিতি।
আজ বুধবার দুপুরে ঢাবির ভিসি সাংবাদিকদের বলেন, কোটা সংস্কারের এই আন্দোলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার একাত্মতা প্রকাশ করছে। দ্রুত সময়ে এই সংস্কারের জন্য সরকারের উচ্চ পর্যায়ে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া আজ দুপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন