শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আফসানা মিমি’র উপস্থাপনায় বিটিভিতে বৈশাখী আলাপন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আজ বিটিভিতে প্রচার হবে বৈশাখের বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখী আলাপন’। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে দীর্ঘদিন পর উপস্থাপনায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী ও নাট্যনির্মাতা আফসানা মিমি। বিটিভির মহা পরিচালক হারুন রশীদের মূল পরিকল্পনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে সন্ধ্যা ৬.৩৫ মিনিটে। অনুষ্ঠানে অংশ নিয়েছেন শর্মিলী আহমেদ, ফরিদা ফারভীন, আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু, কবি তারেক সুজাত ও কন্ঠশিল্পী কোনাল। আফসানা মিমি বলেন, ‘উপস্থাপনা করতে আমার সবসময়ই ভালো লাগে। বিটিভির এই অনুষ্ঠানটি উপস্থাপনা করতে গিয়ে মনে হয়েছে, নিজের ভালো লাগার জন্যই নিয়মিত বেশকিছু অনুষ্ঠানের উপস্থাপনা করা যেতে পারে। অনেক বছর পর উপস্থাপনা করে বেশ ভালো লেগেছে। এতে যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই মিলে অনেক মজার গল্প করেছি, স্মৃতিচারণ করেছি আবার জরুরী বিষয় নিয়েও কথা বলেছি। চমৎকার একটি অনুষ্ঠান হয়েছে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন