নব্বই দশকের টেলিভিশনের অসম্ভব শ্রোতাপ্রিয় অভিনেত্রী ছিলেন আফসানা মিমি। সে সময় বাণিজ্যিক সিনেমায় তার চাহিদা থাকলেও তাতে যুক্ত হননি। যুক্ত হলে তিনি হতেন অন্যতম দর্শকপ্রিয় চিত্রনায়িকা। এ ব্যাপারে মিমি বলেন, চলচ্চিত্রে আমার শুরুটা ছিল ১৯৯২ সালে। যেটাকে আমরা কমার্শিয়াল ফিল্ম বলি। প্রখ্যাত পরিচালক আজিজুর রহমানের সিনেমা ছুটির ঘণ্টা ছোটবেলায় দেখেছি। তার একটি সিনেমা ‘দিল’। এটি আমির খান, মাধুরী দিক্ষীত অভিনীত ‘দিল’ সিনেমার রিমেক ছিল। সিনেমাটিতে নাঈম, শাবনাজ, শবনম আপা আর আমি অভিনয় করি। সেখানে আমার চরিত্রটি ছিল সেকেন্ড নায়িকা বা স্যাক্রিফাইসিং। সিনেমাটি করেছিলাম হঠাৎ অফার পেয়ে। বলতে পারেন, এক্সপেরিমেন্ট করার জন্য কাজটি করেছিলাম। তারপর আমার কাছে অনেক অফার ছিল। আমি সিনেমা করিনি। আমি আসলে নিজেকে কমার্শিয়াল ফিল্মের জন্য কখনোই নিজেকে নায়িকা মনে করিনি। কারণ, নায়িকার যে গুণগুলো থাকতে হয়, সেগুলো আমার মধ্যে ছিল না। আমি নাচতে পারতাম না, আমার শরীরের মধ্যে কোনও রিদম সেন্স নেই এবং আমি ফাইটিং জানি না। তখন আমি অনেক বেশি মনোযোগী ছিলাম থিয়েটারে এবং টেলিভিশন নাটকে। এ কারণে সিনেমায় নায়িকা হয়ে ওঠা হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন