করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ ১৭ দিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী আফসানা মিমি। ১৭ দিনের মাথায় করোনা নেগেটিভ আসে তার। এরপর তিনি বাসায় ফিরেছেন। বর্তমানে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। গত মাসে করোনা আক্রান্ত হওয়ার পর পরিবারের কথা ভেবে নিজে থেকেই হাসপাতালালে ভর্তি হন তিনি।
গত ২৩ মার্চ হালকা জ্বরের সঙ্গে কাশি অনুভব করেন আফসানা মিমি। ২৪ মার্চ তিনি করোনার নমুনা পরীক্ষা করান। ২৫ মার্চ জানতে পারেন, তিনি করোনায় আক্রান্ত। তবে সে সময় তিনি বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু ৮৪ বছর বয়সী বৃদ্ধ বাবার জন্য সবসময়ই চিন্তা ছিল এই অভিনেত্রীর। এছাড়া তার শারীরিক অবস্থাও একটু খারাপ হয়েছিল। উভয় ঝুঁকি এড়াতে করোনার পজিটিভ রিপোর্ট পাওয়ার ছয়দিন পর তিনি হাসপাতালে ভর্তি হন।
বয়োবৃদ্ধ বাবার কথা চিন্তা করে এতদিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন আফসানা মিমি। যেন তার কারণে পুরো পরিবারে করোনা না ছড়ায়। করোনা নেগেটিভ আসার পরেও অভিনেত্রী চিকিৎসকের পরামর্শে দুই দিন হাসপাতালেই ছিলেন। চিকিৎসকদের পরামর্শেই এই দুদিন তিনি হাসপাতালে ছিলেন। যদিও তার শারীরিক তেমন কোনো জটিলতা ছিল না। শুধু শরীর একটু দুর্বল ছিল। এখনো চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ।
বিনোদন জগতে মিমির পথচলা তিন দশকের বেশি সময়। অভিনয়ে তার অভিষেক হয়েছিল মঞ্চের মাধ্যমে। ১৯৮৬ সালে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর হয়ে প্রথম মঞ্চে ওঠেন তিনি। প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল-মামুনের ‘জিরো পয়েন্ট’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় প্রথম অভিনয় করেন। আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে নির্মাণে বেশি আগ্রহী। আফসানা মিমির পরিচালনায় একটি ধারাবাহিক নাটক এখন বিটিভিতে প্রচার হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন