পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতি ইজাজুল আহসানের বাড়ি লক্ষ্য করে দু’দফা গুলি বর্ষিত হয়েছে। পাকিস্তানের লাহোরে মডেল টাউনে ওই বিচারপতির বাসভবন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এ ঘটনা ঘটেছে বলে এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন। এতে বলা হয়েছে, ওই গুলিতে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রথম গুলিটি করা হয় গত শনিবার দিনের একেবারে শেষ সময়ে। দ্বিতীয় গুলি করা হয় রোববার সকালের দিকে। এ ঘটনার পর ওই বিচারপতির বাসভবন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার। তিনি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাব ইন্সপেক্টর জেনারেলকে। এ ঘটনার ওপর সরাসরি তদারকি করছেন প্রধান বিচারপতি। এ বিষয়ে অবহিত রয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ। সঙ্গে সঙ্গে তিনি হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। ডন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন