পৃথক অভিযানে ৭০ জন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে তুরস্ক পুলিশ। তুরস্কের মধ্য অ্যানাটোলিয়ায় এস্কিসেহর প্রদেশের ৯টি জায়গায় আইএস’র ঘাঁটিগুলিতে অভিযান চালায় তুরস্ক পুলিস। এ সময় আইএস’র শীর্ষ নেতাসহ ১০ জন বিদেশি জঙ্গি গ্রেফতার হয়। জঙ্গিরা সবাই ইরাকের বলে জানিয়েছে পুলিশ। ইস্তাম্বুলে পৃথক অভিযানে আরও ৫১ জন আইএস জঙ্গিকে গ্রেফতার করে পুলিস। পশ্চিমে ইজমির প্রদেশ থেকেও তল্লাশি চালিয়ে ৮ জঙ্গিকে গ্রেফতার করা হয়। বিজনেস স্ট্যান্ডার্ড।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন