শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতক্ষীরায় বিএনপি জামায়াতের চার নেতা-কর্মীসহ আটক ৪৫

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ২:৪৭ পিএম

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি জামায়াতের চার নেতা-কর্মীসহ ৪৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে জামায়াতের বিএনপি’র দু’জন ও জামায়াতের দু’জন নেতা-কর্মী রয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের মধ্যে কলারোয়া থানার ২নং জালালাবাদ ইউপি মৎস্যজীবী দলের সভাপতি সাইফুল ইসলাম (৩৮) ও অপর একজন কর্মী রয়েছে। এছাড়া, ১নং জয়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আনোয়ার মোল্লা (৬৫) ও কালীগঞ্জ থানায় একজন কর্মী রয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন