বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

মতিঝিলে সরকারি আবাসিক ভবনের উদ্বোধন আগামী মাসে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রাজধানীর মতিঝিলে সরকারি কর্মচারিদের জন্য নির্মিত বহুতল আবাসিক ভবন আগামী মাসে উদ্বোধন করা হবে। এখানে ৪টি ২০ তলা ভবনে ৫৩২ জন কর্মচারি থাকার সুযোগ পাবে। ভবনগুলোর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এরমধ্যে তিনটি ভবনে প্রতি তলায় ৮টি এবং একটি ভবনে ৪টি ইউনিট রয়েছে। গতকাল বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মতিঝিল সরকারী কলোনিতে নির্মাণাধীন আবাসিক ভবন পরিদর্শনকালে এ তথ্য জানান। গণপূর্ত মন্ত্রী বলেন, মতিঝিল এলাকায় ২২ দশমিক ৪ একর জায়গায় ১৬৪ টি ভবনে বর্তমানে দুইহাজার ৯৮০টি পরিবার বসবাস করে। এসব পুরাতন ভবন ভেঙ্গে এ এলাকায় বহুতল ভবন নির্মাণ করা হবে। এ জন্য পুরো এলাকার একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ পরিকল্পনার আওতায় এ এলাকায় প্রায় ১০ হাজার পরিবারের বসবাসের সুযোগ সৃষ্টি হবে। সরকার বর্তমান মেয়াদে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আবাসিক সুবিধা ৪০ ভাগে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে শতকরা ৮ ভাগ সরকারি কর্মকর্তার আবাসিক সুবিধা রয়েছে। মন্ত্রী বলেন, ইতঃমধ্যে আজিমপুরে ৪টি ২০ তলা ভবনের নির্মাণ করা শেষ করা হয়েছে। টেনামেন্ট হাউসে তিনটি ২০ তলা ভবনে ১১৪ জন সচিবের আবাসিক সুবিধা গড়ে তোলা হচ্ছে। এছাড়াও মিরপুর, পাইকপাড়ায় নতুন বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনের নির্মাণ কাজ শেষ হলে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আবাসন সমস্যার অনেকাংশেই সাধান হবে। পরে মন্ত্রী ইস্কাটনে টেনামেন্ট হাউসে গ্রেড- ১ কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন বহুতল আবাসিক ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন