শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কোটালীপাড়ায় ঘোড় দৌড় প্রতিযোগিতা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) থেকে কামরুল হাসান | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ষবরণ ও বৈশাখী মেলা উপলক্ষে ২দিন ব্যাপি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী মৃনাল কান্তি বিশ্বাস স্বপনীলের পৃষ্ঠপোষকতায় গত মঙ্গল ও বুধবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা মাঠে বর্ষবরণ ও বৈশাখী মেলা উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় জনতা। মেলা কমিটির সভাপতি প্রিয়লাল মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোটালীপাড়া মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হিরন, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক বিআরডি’র সাবেক চেয়ারম্যান আয়নাল হোসেন শেখ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈ, শেড গ্রæপের চেয়ারম্যান, স্বদেচীপ কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম মহাসচিব ডাঃ সঞ্জয় বাড়ৈ জয়, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ হাজরা, কাউন্সিলর এস,এম মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, নাছির উদ্দিন সরদার, সাদুল্লাপুর ইউপি যুবলীগ সভাপতি দিলীপ চন্দ্র বাড়ৈ, রাধাগঞ্জ ইউপি যুবলীগ সভাপতি অশোক কুমার বৈদ্য, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য হাজী মোঃ কামাল হোসেন শেখ, যুব নেতা প্রশান্ত বাড়ৈ, রাজিব বিশ্বাস, চয়ন হালদার প্রমুখ বক্তব্য রাখেন। ঘোড় দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন- অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১০টি ঘোড়া অংশগ্রহন করেন। ঘোড় দৌড় প্রতিযোগিতা উপলক্ষে মাঠে বসে বৈশাখী মেলা, প্রতিযোগিতা উপভোগ করতে অত্র অঞ্চল ও পার্শ্ববর্তী জেলা গুলো থেকে নানা বয়সের হাজার হাজার নারী পুরুষের মিলন মেলা ঘটে সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় গোটা মাঠ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন