শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রথমবার বিজ্ঞাপনে জুটিবদ্ধ হলেন নোবেল ও পূর্ণিমা

অভি মঈনুদ্দীন | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

এর আগে নাটকে, টেলিফিল্মে এবং বিভিন্ন স্টেজ শো’তে একসঙ্গে কাজ করলেও এবারই প্রথম একসঙ্গে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন নোবেল ও পূর্ণিমা। রানা মাসুদের নির্দেশনায় রাজধানীর উত্তরায় অবস্থিত জমজম টাওয়ার শপিং কমপ্লেক্স’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন তারা দু’জন। গতকাল দিনব্যাপী শপিং কমপ্লেক্স-এ বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রানা মাসুদ। বিজ্ঞাপনিতে কাজ করা প্রসঙ্গে নোবেল বলেন,‘ পূর্ণিমা খুব সিরিয়াস একজন শিল্পী। তার কাজে আমি মুগ্ধ। নতুন বছরে এটাই আমার প্রথম বিজ্ঞাপন। রানার নির্দেশনায় এর আগেও কাজ করেছি। বেশ যত্ন নিয়ে কাজ করেন তিনি। ’ পূর্ণিমা বলেন,‘ এর আগে নোবেল ভাইয়ের সঙ্গে নাটকে অভিনয় করেছি। দেশের বাইরে এবং দেশের মধ্যেও স্টেজ শো’তে অংশ নিয়েছি। কিন্তু এবারই প্রথম তারসঙ্গে বিজ্ঞাপনে জুটি হয়ে কাজ করেছি। তারসঙ্গে যতোগুলো কাজ করার প্রস্তাব এসেছে, আমি বেশ উৎসাহ নিয়ে কাজ করেছি। সবমিলিয়ে কাজটি খুউব ভালো হয়েছে।’ গেছি। যদি ভালো না লাগে তো দিও না মন’। এরপর আর করা হয়েছে বেশি। কিন্তু এবারই প্রথম বিজ্ঞাপনে কাজ করলাম। মিডিয়াতে আমার চলার পথের দীর্ঘদিনে এবারই প্রথম নোবেল ভাইয়ের সঙ্গে কাজ করলাম। খুব সুন্দর একটি কাজ হয়েছে। বিশাল আয়োজনের মধ্যদিয়ে বিজ্ঞাপনটি করা হয়েছে। ’ জানা যায় আন্তর্জাতিক মানের টেক্যনিক্যাল টিম আনা হয়েছে বিজ্ঞাপনটির কাজ সম্পন্ন করার জন্য। ‘গ্র্যান্ড জমজম টাওয়ার লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন জানান আগামী দশ দিনের মধ্যেই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন