শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বাজেট হবে ব্যবসাবান্ধব ও গণমুখী

চিটাগাং চেম্বারে মতবিনিময়ে এনবিআর চেয়ারম্যান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আসন্ন বাজেট ব্যবসাবান্ধব ও গণমুখী হবে জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি বলেছেন, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি পেলে শিল্পায়ন ও সেবাখাতের প্রসার ঘটবে। যা অর্থনীতিতে বহুমুখী অবদান রাখবে। তিনি বলেন, আগামী বাজেটের আকার ও এডিপি বৃদ্ধি পাবে। এতে বিনিয়োগ উৎসাহিত হবে। ব্যবসায়ীদের সুযোগ সুবিধা প্রদান করা হলে ব্যবসা বৃদ্ধির পাশাপাশি রাজস্ব বৃদ্ধি পাবে। গতকাল (শনিবার) চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এনবিআর চেয়ারম্যান একথা বলেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকার কর্পোরেট ট্যাক্স কমানোর চিন্তা ভাবনা করছে। একই সাথে ব্যক্তি আয়ের ন্যূনতম কর হার ১০ শতাংশের চেয়ে কমানো হবে। প্রতিবন্ধী ও মহিলা উদ্যোক্তাদের প্রতি সহযোগিতা বৃদ্ধি করা হবে। বাংলাদেশ থেকে ভারতে রফতানিকৃত পণ্য চিহ্নিত করে সাফটা’র অন্তর্ভূক্ত করার চেষ্টা করা হবে। তিনি অগ্রিম আয়কর সামঞ্জস্যপূর্ণ করা এবং ট্যাক্স রিফান্ডের ক্ষেত্রে এডজাস্টমেন্ট বা রিফান্ডের ব্যবস্থা করার কথা জানান। এনবিআর চেয়ারম্যান আগামী বাজেটে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে স্কিল ডেভেলাপমেন্ট, শুল্ক বৈষম্য দূরীকরণ, ট্যাক্স রিফর্ম, ডাবল ট্যাক্স না হওয়া, মাল্টিলেয়ার ট্যাক্স ইত্যাদি বিষয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন। আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের জাতীয় বাজেটের প্রাক্কালে অনুষ্ঠিত এ মতবিনিময়ে সভাপতিত্ব করেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এতে আরও বক্তব্য রাখেন চেম্বার পরিচালক ও বিজিএমইএ’র ১ম সহ-সভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু, মাহবুবুল হক চৌধুরী (বাবর) ও অঞ্জন শেখর দাশ, সাবেক চেম্বার সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, বেলাল আহমেদ, কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী, রাঙ্গামাটি চেম্বার সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া, বিকেএমইএ’র সাবেক পরিচালক শওকত ওসমান, বাংলাদেশ আয়রণ এন্ড স্টীল মিল এসোসিয়েশনের সভাপতি আনামুল হক ইকবাল, রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল কৈয়ুম চৌধুরী, মোঃ ইউসুফ, দোদুল কুমার দত্ত, চট্টগ্রাম ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি মুস্তফা কামাল মনসুর, বারভিডা’র সদস্য মোঃ শাকিল মাহমুদ প্রমুখ। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার উৎপাদনে প্রদত্ত এসআরও সুবিধা ১০ বছর পর্যন্ত বৃদ্ধি করা, ২০২৫ সাল পর্যন্ত পোলট্রি ফার্মকে কর অবকাশ সুবিধা প্রদান, লুব্রিকেটিং অয়েল রপ্তানির উপর শতকরা ২০ শতাংশ নগদ প্রণোদনা, ভারতে পণ্য রফতানিতে পুনঃটেস্ট করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রæতগতিতে নমুনা ছাড়করণ, ইনভয়েজ মূল্য অনুসারে এসেসমেন্ট করা, কাঁচামাল ও মেশিনারীজ পার্টস আমদানিতে ২৫ হাজার ডলার পর্যন্ত অগ্রিম পেমেন্টের অনুমোদন, কাঁচামাল আমদানির অগ্রিম আয়কর ৫ শতাংশের পরিবর্তে ২.৫ শতাংশ নির্ধারণ, প্লাস্টিক, লেদার ও পাটজাত পণ্য উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক মওকুফ এবং বেসরকারি জেটি নির্মাণ অনুমোদন প্রদানের অনুরোধ জানান। এছাড়া চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ১৩ টনের সীমা প্রত্যাহার করা অথবা সারা দেশে মেজারমেন্ট স্কেল বসানোর মাধ্যমে অসামঞ্জস্যতা দূর করার আহবান জানান। তিনি ব্যবসা পরিচালনায় খরচ হ্রাস, অভ্যন্তরীণ বিনিয়োগ ও দেশীয় উৎপাদন বৃদ্ধি, এসএমই খাতে ঋণ ও কারিগরি সহায়তা প্রদান, কারিগরি শিক্ষা বিস্তার, মাতারবাড়িতে ডীপ সী পোর্ট ও বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল ও বে-টার্মিনাল দ্রুতগতিতে বাস্তবায়ন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৮ লেইনে উন্নীতকরণ ও রেলওয়ের ডাবল লাইনের কাজ অগ্রাধিকারভিত্তিতে সম্পন্ন করার আহবান জানান। অনুষ্ঠানে এনবিআর সদস্য মোঃ ফিরোজ শাহ আলম, কানন কুমার রায় ও মোঃ রেজাউল হাসান, রাজস্ব বোর্ডের ১ম সচিব মোঃ সাব্বির আহমেদ, এবিএম শফিকুর রহমান, হাসান মোঃ তারেক রিকাবদার ও লুৎফুর রহমান, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান, কমিশনার (ভ্যাট) সৈয়দ গোলাম কিবরিয়া, শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ শহীদুল ইসলাম, কমিশনার (ট্যাক্স) মাহবুব হোসেন, কমিশনার (কর অঞ্চল-৩) মোতাহের হোসেন, চট্টগ্রাম কাস্টমস’র এডিসি ড. নাহিদা ফরিদী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন