শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা খুন

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ২:২৯ পিএম

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে সুনীল বিকাশ ত্রিপুরা (৪০) নামে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন।
রোববার সকালে খাগড়াছড়ির পানছড়ির মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
ইউপিডিএফের অন্যতম সংগঠক মাইকেল চাকমা এই হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতি (এমএন লারমা) কে দায়ী করেছেন।
তিনি জানান, নিহত সুনীল বিকাশ ত্রিপুরা আমাদের (ইউপিডিএফ) মাটিরাঙা উপজেলা সংগঠক। তিনি সকালে কেনাকাটা করার জন্য পানছড়ির মরাঠিলায় দোকানে যান।

এ সময় জেএসএস (সংস্কারবাদীরা/এমএন লারমা) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা সিএনজিযোগে এসে সুনীলকে ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এ সময় আরও একজন আহত হন।

পানছড়ি থানার ওসি মিজানুর রহমান খান বলেন, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত গোলাগুলির খবর শুনেছি। এতে অন্তত ত্রিপুরা নামে একজন আহত হয়। তবে কোনো মৃত্যুর খবর জানিনা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন