পাকিস্তানের দক্ষিণের শহর কোয়েটায় পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের ওপর আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। গত মঙ্গলবার এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। নিহতরা সবাই পুলিশ সদস্য। প্রাদেশিক পুলিশ প্রধান মোয়াজ্জাম জাহ আনসারি জানিয়েছেন, পুলিশের একটি ট্রাকের কাছে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। হামলায় সাত পুলিশ সদস্য আহত হয়। ডন।
সাবেক মিস আমেরিকা বিয়ে করলেন সমকামী ইনকিলাব ডেস্ক : সমকামী তরুণীকে বিয়ে করলেন সাবেক মিস আমেরিকান মুকুট জয়ী দেইদ্রে ডাউনস গুন। যুক্তরাষ্ট্রের আলবামা প্রদেশে এ দুই নারী সমকামী বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। গত মঙ্গলবার মার্কিন সাময়িকী পিপল ম্যাগাজিনের বরাত দিয়ে ইউএসএ টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০০৫ সালে মিস আমেরিকা মুকুট জয়ী দেইদ্রে ডাউনস গুন পেশায় চিকিৎসক। তিনি অপর নারী অ্যাটর্নি অ্যাবোট জোনসকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। বিয়ের আনুষ্ঠাকিতা সারার পর বার্মিংহামের শিল্প যাদুঘরে যায় তারা। পেশায় চিকিৎসক ও ইউনিভার্সিটি অব আলবামার অধ্যাপক সাবেক মিস এই আমেরিকানের বয়স ৩৭ বছর। ইউএসএ টুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন