বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দণ্ডিত হওয়ায় আবেদন করলেও তিনি পাসপোর্ট পাবেন না বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ রেজওয়ান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
মাসুদ রেজওয়ান বলেন, বাংলাদেশি পাসপোর্ট ছাড়া লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। পাসপোর্টের আবেদন করতে হলে তাকে দেশে ফিরতে হবে। তবে তিনি যেহেতু দণ্ডিত ব্যক্তি তাই আবেদন করলেও পাসপোর্ট পাবেন না।
তবে পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, ২০১৪ সালে তারেক রহমানের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। পরে নতুন পাসপোর্টের জন্য তিনি আবেদন করেননি। তবে ব্রিটিশ ট্রাভেল পাস নিয়ে তিনি বাংলাদেশে আসতে পারেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন