চাঁদপুরের কচুয়া উপজেলায় ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই দীর্ঘদিন। ভারপ্রাপ্তদের দায়িত্বে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শিক্ষাকার্যক্রম। এতে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে বছরের পর বছর। উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা বলছেন, সহসাই বিদ্যালয়গুলোতে শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে।
নাম প্রকাশে অনেচ্ছুক একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার পাশিপাশি নিজেকেও ক্লাস নিতে হয়। অন্য শিক্ষকদের দেখবাল করতে হয়। উপজেলা শিক্ষা অফিসসহ সরকারি কার্যক্রমে অংশ নিতে গিয়ে হিমশিম খেতে হয়। সেই সাথে অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সঙ্কট রয়েছে। এ সব কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়।
উপজেলার প্রধান শিক্ষকবিহীন শূন্যপদে বিদ্যালয়গুলো হচ্ছে- হাতিরবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এপি এশা সপ্রাবি, বারৈারা সপ্রাবি, আটোমোর সপ্রাবি, মধুপুর সপ্রাবি, বড়দৈল সপ্রাবি, উত্তর বড়দৈল সপ্রাবি, গুতপুর ফজিলাতুন্নেছা সপ্রাবি, বেরকোটা সপ্রাবি, বাইছারা সপ্রাবি, তেগুরিয়া সপ্রাবি, মাঝিগাছা সপ্রাবি, হরিপুর সপ্রাবি, সৈয়দপুর সপ্রাবি, বুধুন্ডা সপ্রাবি, দুর্গাপুর সপ্রাবি, চাংপুর সপ্রাবি, নিন্দপুর সপ্রাবি, যুগিচাপর সপ্রাবি, পশ্চিম মাঝিগাছা সপ্রাবি, পূর্ব বিতারা সপ্রাবি, এনায়েতপুর সপ্রাবি, আশারকোটা সপ্রাবি, মেঘদাইর সপ্রাবি, বক্সগঞ্জ সপ্রাবি, খিলমেহের সপ্রাবি, তুলপাই সপ্রাবি, প্রসন্নকাপ সপ্রাবি, কাদিরখিল সপ্রাবি, পশ্চিম তুলপাই সপ্রাবি, কান্দিরপার সপ্রাবি, পূর্ব প্রসন্নকাপ সপ্রাবি, মালচোয়া সপ্রাবি, পশ্চিম আলিয়ারা সপ্রাবি, সেঙ্গুয়া ভূইয়াবাড়ি সপ্রাবি, সিংআড্ডা সপ্রাবি, বরুচর সপ্রাবি, দারচর সপ্রাবি, খিড্ডা সপ্রাবি, জলাতেতৈয়া সপ্রাবি, কোমরকাশা সপ্রাবি, বদরপুর সপ্রাবি, মধুপুর সপ্রাবি, আয়মা সপ্রাবি, মনপুরা সপ্রাবি, কাদলা সপ্রাবি, বড়ইগাঁও সপ্রাবি, সাহেদাপুর সপ্রাবি, কহলথুড়ি সপ্রাবি, বাসাবাড়িয়া সপ্রাবি, দরিয়াহায়াতপুর সপ্রাবি, নলুয়া শিশু সদন সপ্রাবি, আকিয়ারা সপ্রাবি, নলুয়া সপ্রাবি, নলুয়া দৌলতপুর সপ্রাবি, নাছিরপুর দেওয়ানবাড়ী সপ্রাবি, পশ্চিম আকানিয়া সপ্রাবি, খিলা মধ্যপাড়া সপ্রাবি, বড়তুলাগাঁও সপ্রাবি, নাউলা সপ্রাবি, শাহারপাড় সপ্রাবি, কেশরকোট সপ্রাবি, কৈটোবা সপ্রাবি, রাজাপুর সপ্রাবি, উত্তর আশ্রাফপুর সপ্রাবি, ধনাইয়া সপ্রাবি, সানন্দকড়া সপ্রাবি, চক্রা সপ্রাবি, ভবানীপুর সপ্রাবি, দক্ষিণ আশ্রাফপুর সপ্রাবি, জুনাসার সপ্রাবি, ও ধামালুয়া সপ্রাবি।
এ ব্যাপারে কচুয়া উপজেলা শিক্ষা অফিসার শাহ মো. ইকবাল মনসুর জানান, বিদ্যালয়গুলোতে দ্রুত প্রধান শিক্ষকের শূন্য পদগুলো জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে পদায়ন দেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন