বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি এবং তার সুস্থতা কামনা করে গতকাল বাদ জুম্মা বিশেষ মোনাজাত এবং দোয়া মাহফিল করেছে রাজশাহী মহানগর বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নগরীর বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় এই দোয়া মাহফিল। সোনাদিঘী মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন সিটি মেয়র ও মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সেক্রেটারী সফিকুল হক মিলন, সৈয়দ মহসিনসহ নেতাকর্মী ও মুসল্লিরা।
মোনাজাত করেন সোনাদিঘী মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও. তৈয়বুর রহমান নিজামী। নামাজ শেষে দু’হাত তুলে বেগম জিয়ার সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন