বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদ জিয়াকে মুক্ত করা হবে। অবৈধ এই সরকার দমন নিপীড়ন চালিয়ে বেশীদিন ক্ষমতায় থাকতে পারবেনা।
গতকাল সকালে রাজশাহী নগর বিএনপির উদ্যোগে আয়োজিত দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।
এ সময় বৃহত্তর আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহŸান জানান। কর্মসূচিতে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন