অবিলম্বে বিএনপি’র চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দিন। বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ রেখে গণতন্ত্রের সুফল পাওয়া যাবে না। কারারুদ্ধ বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই সকল দায়-দায়িত্ব বহন করতে হবে। গতকাল শুক্রবার রাতে কুয়ালালামপুর কোতোয়ারাস্থ রাজধানী হোটেলে বিএনপি মালয়েশিয়া শাখা (শহিদুল্লাহ-প্রস্তাবিত) উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলে নেতৃবৃন্দ একথা বলেন। কুয়ালালামপুর থেকে নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানায়। সংগঠনের সভাপতি (প্রস্তাবিত) মো: শহিদুল্লাহ শহিদের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি ড. এম কে রহমান আরিফ, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও প্রবাসী ব্যবসায়ী কাজী সালাহ উদ্দিন, শফিকুল ইসলাম আনোয়ার পারভেজ ও জহিরুল ইসলাম হিরণ। মোনাজাত পরিচালনা করেন কোতোয়ারা বাংলা মসজিদের ইমাম মাওলানা অলি উল্লাহ। দোয়া মাহফিলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্ম্পকে বিভ্রান্তিমূলক প্রচারণাও নিন্দা জানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন