লক্ষীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকা থেকে আবুল কাশেম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, লক্ষীপুর ক্যাম্প।
র্যাব জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অতিঃ পুলিশ সুপার নরেশ চাকমা এবং এএসপি ইকবাল হোসেন দ্বয়ের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৫ লিটার সোলাই মদ উদ্ধার করা হয়। সে বাঞ্চানগর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। উল্লেখ্য যে, ধৃত আবুল কাশেমের বিরুদ্ধে লক্ষীপুর সদর থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন