শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় মাদক ব্যবসায়ীকে অভিনব ৮ টি শর্তযুক্ত দন্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ৪:০৯ পিএম

খুলনায় অভিনব ৮ টি শর্তযুক্ত দন্ড দেয়া হয়েছে এক মাদক ব্যবসায়ীকে। আজ বৃহষ্পতিবার দুপুরে খুলনার জুডিশিয়াল ম্যাজিষ্টেট মো আজাহারুল ইসলাম এ দন্ড দেন। আসামি সোহেল মোল্লাকে দেয়া শর্তগুলি হলো, আসামি সোহেল মোল্লা ধূমপান করতে পারবে না। প্রতিমাসে একদিন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডুমুরিয়া স্বেচ্ছাশ্রম ভিত্তিতে সেবামুলক কাজ করবে। মাদক বিরোধী কার্যক্রমে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে প্রবেশনাল কর্মকর্তা খুলনার নির্দেশক্রমে মাদক বিরোধী প্রচারনায় অংশ নেবে। মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। এই বই পড়া শেষে প্রবেশনাল কর্মকর্তাকে অবহিত করতে হবে। আসামিকে নিজ বাড়ীর আঙ্গিনায় ও তার গ্রামের মধ্যে সরকারি রাস্তায় বনজ গাছ রোপন করবে। একই সময় তার বৃদ্ধ পিতামাতেকে দেখাশুনা ভরণপোষণের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। । এক বছর তাকে আদালতের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। প্রবেশনাল সময় সব শর্ত না মানলে ছয় মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হবে।
আদালত সূত্র জানায়, ২০ গ্রাম গাজাঁসহ গত বছর মার্চে ডুমুরিয়া উপজেলা থেকে সোহেল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তার কম বয়স ও ভবিষ্যতের কথা বিবেচনায় এনে আদালত এ দন্ড দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন