শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

বিশ্বব্যাংকের কাছে ভারতের পানি চুক্তি লঙ্ঘন তুলে ধরবে পাকিস্তান

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) নয়া দিল্লির পরিকল্পনা ভÐুল করার লক্ষ্যে ভারতের সিন্ধু পানি চুক্তির (আইডবিøউটি) শর্ত লঙ্ঘনের বিষয়টি জোরালোভাবে বিশ্বব্যাংকের কাছে উত্থাপনের জন্য সরকারের প্রতি আহŸান জানিয়েছে। কমিটির বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়, ভারতের পানিচুক্তিটি লঙ্ঘনের বিষয়টি বিশ্বব্যাংকের কাছে উত্থাপনের জন্য কমিটি পানিসম্পদ বিভাগকে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল, অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবায়ের মাহমুদ হায়াত, সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি, বিমানবাহিনী প্রধান মার্শাল মুজাহিদ আনোয়ার খান, আইএসআই মহাপরিচালক লে. জেনারেল নাভিদ মুখতার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লে. জেনারেল (অব.) নাসের খান জানজুয়া এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। ভারত বিতর্কিত কিষানগঙ্গা পানিবিদ্যুৎ প্রকল্প সম্পন্ন করার পর পাকিস্তান ১৯৬০ সালে সম্পাদিত সিন্ধু পানিচুক্তির ব্যাপারে দায়দায়িত্ব পালনের জন্য বিশ্বব্যাংকের প্রতি আহŸান জানায়। নিলাম নদীর ওপর এ প্রকল্পটি অবস্থিত। এছাড়া চেনাব নদীতে তৈরি করা হচ্ছে র‌্যাটল পানিবিদ্যুৎ প্রকল্প। কমিটি কাউন্সিল অব কমন ইন্টাররেস্টস অনুমোদিত পানিনীতি ও প্রধানমন্ত্রী ও চার মুখ্যমন্ত্রীর সই করা পানি সনদকে স্বাগত জানায়। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন