সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে বিনিয়োগের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও বেশি সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেছেন সফররত চীনা প্রতিনিধি দলের সদস্যরা। ৫ম চায়না-সাউথ এশিয়া এক্সপো-২০১৮ সম্পর্কে অবহিত করতে ইউনান প্রদেশের কুনমিং থেকে স্ট্যান্ডিং কমিটি অব ইউনান প্রভিন্সিয়াল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান না জী’র নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল সোমবার চট্টগ্রাম চেম্বার নেতাদের সাথে মতবিনিময় করেন। এসময় চীনের উচ্চপর্যায়ের এ প্রতিনিধি দল চট্টগ্রামে আরও বেশি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এর মধ্যদিয়ে দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেন তারা। চেম্বার সভাপতি মাহবুবুল আলম তাদের স্বাগত জানান। এ সময় চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) ও অঞ্জন শেখর দাশ উপস্থিত ছিলেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ও অন্যতম উন্নয়ন অংশীদার। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও কুনমিংয়ের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কর্ণফুলী নদীর ওপাড়ে আনোয়ারায় বাস্তবায়নাধীন চীনা অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন এবং যৌথ বিনিয়োগের মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন