শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক যশোরের কর্মশালা

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম

যশোর ব্যুরো : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড যশোরে গতকাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব ব্যাংক অফিসিয়ালসের (ইনভেস্টমেন্ট মডিউল) উপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরের সিটি প্লাজার হলরুমে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ইভিপি ও খুলনা জোনের প্রধান মনজুর হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ইভিপি ও প্রিন্সিপাল (এআইবিএল ট্রেনিং এন্ড রিসার্স ইনস্টিটিউট) আব্দুর রহিম দুয়ারী।
বক্তব্য রাখেন এআইবিএল ট্রেনিং এন্ড রিসার্স ইনস্টিটিউটের ভিপি তৌহিদ সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মশালায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড খুলনা জোনের আওতাধীন ১২টি শাখার শাখা ব্যবস্থাপকগণ এবং বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়নে সহযোগিতা করেন ও বক্তব্য রাখেন যশোর শাখার ব্যবস্থাপক ও এভিপি এনায়েত ফকির। অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুর রহিম দুয়ারী তার বক্তব্যে ঋণ খেলাপী কালচারকে পরিহার করার জন্য গুণগত বিনিয়োগ প্রদানের উপর গুরুত্বারোপ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন