বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে জেলা প্রশাসনের সতর্কতা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ৯:৫৬ পিএম

আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করে কক্সবাজার জেলা প্রশাসন। ১৪ মে (সোমবার) সকাল থেকে শহরের বড় বাজার, কালুর দোকান বাজার, বাহাড়ছড়া বাজার, কলাতলী বাজার, রুমালিয়ারছড়া বাজার সহ বিভিন্ন বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়, জুয়েল আহমেদ এবং খোরশেদ আলম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাজার মালিক সমিতি, খুচরা এবং পায়কারি বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবাইকে পবিত্র রমযানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি দোকানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে দিতে, ডিজিটাল ওজন পরিমাপক মেশিন স্থাপন, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নানা বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়ে।

অভিযানে আরো উপস্থিত ছিল জেলা মার্কেটিং অফিসার মো. শাহজাহান এবং ১৫ আনসার ব্যাটেলিয়ন। পুরো রমযান মাস জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন