বিভিন্ন অপরাধে কারাগারে আটক থাকা এক হাজার ইথিওপিয়ান নাগরিককে মুক্তি দিতে রাজি হয়েছে সউদী আরব। এই সপ্তাহে সউদী আরব সফরের সময় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদের অনুরোধের পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শনিবার ইথিওপিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফানা ব্রডকাস্টিং কর্পোরেশনের খবরে বলা হয়, এসব বন্দির মধ্যে একশ জন নারী। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ ছিল তা খবরে জানানো হয়নি। উপসাগরীয় দেশগুলোতে বিশেষ করে সউদী আরবে লাখ লাখ ইথিওপিয়ান নাগরিক বাস করেন। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন