সারা বিশ্বে মুসলিমদের কাছে পবিত্র জমজমের পানি। রমজান মাস উপলক্ষে প্রতিদিন জমজমের পানির ১০০টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। দর্শনার্থী ও হাজীরা মক্কার পবিত্র মসজিদুল হারামে (কাবা শরিফ) নামাজ আদায় করতে এসে জমজমের পানি পান করেন। তাদের পানের জন্য এ পানি নিরাপদ এবং জীবাণুমুক্ত কি না- তা নিশ্চিত করতেই প্রতিদিন এ পরীক্ষা করা হচ্ছে। যেসব জায়গায় জমজমের পানি পাওয়া যায় সব জায়গা থেকে এসব নমুনা সংগ্রহ করা হচ্ছে। মক্কায় ৬৬০টি স্থানে জমজমের পানি পানের ব্যবস্থা আছে। সউদী গেজেট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন