মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শফিউল আলম প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : জাগপা সভাপতি মরহুম শফিউল আলম প্রধান এর প্রথম মৃত্যুবাষিকী আজ ২১ মে সোমবার। দিনাজপুর এর প্রথম পতাকা উত্তোলক ও একজন সাহসী মুক্তিযোদ্ধা এবং দেশপ্রমিক নেতা শফিউল আলম প্রধান এদেশের রাজনীতির জন্য যে চেতনা-দর্শন-দৃষ্টান্ত রেখে গেছেন তা আগামী দিনের পথ চলার জন্য অনুকরনীয়-অনুসরনীয় হয়ে থাকবে। তিনি রাজনৈতিক জীবনে দীর্ঘ ২৭ বার কারাবরণ করেছেন। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতা শফিউল আলম প্রধান দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থেকেছেন। তিনি ঐতিহাসিক বিরুবাড়ী দখল, তিন বিঘা করিডর, সীমান্ত হত্যার বিরুদ্ধে ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। এই নেতা পঞ্চগড় জেলার কৃতি সন্তান। পঞ্চগড়ে তার জন্মভুমি। তার প্রথম মৃত্যুবাষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা ও উপজেলাগুলো বিভিন্ন কর্মসূচী পালন করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শওকত আকবর, ২১ মে, ২০১৮, ৪:৫৪ পিএম says : 0
শফিউল আলম প্রধান আমার হ্রদয় চির ভাস্যর
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন