রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাউজানে ৩শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ১২:০০ এএম

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় ও জনকল্যাণমূলক সংগঠন রাউজান ইসলামী নব জাগরণের ব্যবস্থাপনায় ও আরব আমিরাত প্রবাসী শাখার বিশেষ সহযোগিতায় রাউজানের ৩০০ পরিবারের মাঝে ও বিভিন্ন মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার ও সোমবার ২ দিনব্যাপি দক্ষিণ গহিরা, খলিলাবাদ, সুলতানপুর, ছত্রপাড়া, তোতাগাজী বাড়ি, উত্তর আলীখিল, আরব নগর ও কান্দিপাড়াসহ বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইসলামী নব জাগরণ সংগঠনের সভাপতি মুহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাউজান জমিয়তুল ওলামার মহাসচিব মাওলানা কে.এম আলমগীর মাসউদ আরবনগরী, ইসলামী নব জাগরণের সিনিয়র সহসভাপতি আখতার মাস্টার, সহসভাপতি মাওলানা বদরুল, যুগ্ম মহাসচিব মাওলানা সাইফুল্লাহ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান খলিলাবাদী, আল আইন উপকমিটির আহ্বায়ক মাওলানা হোসাইন, যুগ্ম মহাসচিব ইরফান সোলাইমান, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ হারুনুর রশীদ, সাহিত্য সম্পাদক মাওলানা শোয়াইব আরব নগরী, মাওলানা রাশেদ শাহনগরী, মাওলানা খোরশেদ, প্রচার সম্পাদক মহিউদ্দীন, মোঃ মুসলিম উদ্দিন, মাওলানা নজরুল, এরশাদুল ইসলাম, ইব্রাহিম ফুআদ, মুহাম্মদ জিয়া উদ্দিন, সাইফুল ইসলাম, মুসলিম উদ্দীন, এম এ রহিম, এস.এম মহি উদ্দীন, আল-ফয়সাল, সাহাবুদ্দিন, মোরশেদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন