পটুয়াখালীর কলাপাড়ায় ৭০ লিটার দেশীয় চোলাই মদসহ কামাল প্যাদা নামে এক জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ একদল পুলিশ বৃহস্পতিবার রাত দশটায় দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া গ্রামে কামাল প্যাদার বাড়িতে আভিযান চালায়। এসময় তার বসত ঘরের পিছন থেকে প্লাস্টিকের কন্টিনারে রক্ষিত ৭০ লিটার মদ উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন