রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ৮০ লিটার চোলাই মদসহ দু’জন মহিলাকে আটক করা হয়েছে। আটককৃত আসামি মিনু খান (৪৫) স্বামী রেজাউল খান ও চমাইয়া মারমা (৪১), স্বামী শুক্যঅং মারমা, ধৃত আসামি মিনু খান ও চমাইয়া মারমা উভয় রাঙামাটির কাউখালী উপজেলার বাসিন্দা।
গত শনিবার দিনগত রাতে কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দিন, নেতৃত্বে এসআই মনিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে দেশিয় তৈরি চোলাই মদসহ ২ জন নারীকে আটক করে।
এসময় তাদের কাছে থাকা ৩টি ব্যাগের মধ্যে ২০টি পলিথিনের প্যাকেটের প্রতি প্যাকেটের মধ্যে ৪ লিটার করে মোট ৮০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।
কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা করা হয়। গতকাল রোরবার রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন