ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বড়দা জামতালা নামক স্থানে মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘সংঘর্ষে’ অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। তার নাম পরিচয় পুলিশ জানাতে না পারলেও সে শৈলকূপার শেখপাড়া এলাকার মোল্লাপাড়ার সাকিম মোল্লার ছেলে রফিকুল ইসলাম লিটন (৩৬) বলে এলাকাবাসী সনাক্ত করেছে। শনিবার দিনগত রাত দুইটার দিকে শৈলকূপা উপজেলার বড়দা জামতালা গোরস্থানের পাশে কথিত এই সংঘর্ষের ঘটনা ঘটে। শৈলকূপা থানার ওসি আলমগীর হোসেন জানান, রাত দুইটার দিকে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে অজ্ঞাত ওই যুবক ঘটনাস্থলেই নিহত হয়। তিনি বলেন মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় ১ টি ওয়ান শুটারগান, ইয়াবা ও ফেনসিডিল পড়ে আছে। নিহত যুবক মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়। তবে নিহতর নাম পরিচয় এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি বলেও ওসি জানান। স্থানীয়দের ভাষ্যমতে, রাত ১টার পর থেকেই বড়দা জামতলা এলাকায় গুলির শব্দ শুনতে পারেন তারা। পরে একজনের লাশ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়ে। তথ্য নিয়ে জানা গেছে গুলিবিদ্ধ লাশটি মাদক ব্যবসায়ী লিটনের। সে এলাকা ছেড়ে শান্তিডাঙ্গা এলাকায় পালিয়ে ছিল। এদিকে মাদক বিরোধী অভিযানের পর পুলিশের তালিকা ভুক্ত শেখপাড়া বাজারের সবচে বড় মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন, বকুল জোয়ারদার ও শিকদার হোসেন গা ঢাকা দিয়েছে। তারাই মূলত ওই এলাকার বড় ব্যবসায়ী বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য এই নিয়ে ৫ দিনের ব্যবধানে কালীগঞ্জে ২ জন ও শৈলকূপায় একজন নিহত হলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন