রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

৩৬ বছরেও অমলিন কুমার বিশ্বজিতের তোরে পুতুলের মতো করে সাজিয়ে

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ৮:৪২ পিএম

বিনোদন রিপোর্ট: জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিতের ‘পুতুল’ শিরোনামের গান ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে, হৃদয়ের কোটরিতে রাখব’ আজও সমানভাবে জনপ্রিয়। গানটি বেজে উঠলেই শ্রোতাদের হৃদয়েও দোলা জাগে। এই গানটি ৩৬ বছর ধরে একই আবেগ ও অনুভূতি নিয়ে শ্রোতাদের হৃদয়ে রয়েছে। গানটি ১৯৮২ সালে প্রকাশিত হয়। আবদুল্লাহ আল মামুনের কথায় গানটির সুর করেছিলেন নকিব খান। বাংলাদেশ টেলিভিশন চ্যানেলে শিউলীমালা নামে একটি অনুষ্ঠানে গানটি প্রথম প্রচারিত হয়। গানটি বিটিভিতে প্রচারের নেপথ্য কাহিনী বলতে গিয়ে কুমার বিশ্বজিত বলেন, বিটিভিতে আল মনসুর-এর শিউলীমালা নামে একটা অনুষ্ঠান ছিল। টেলিভিশনের নিয়ম অনুযায়ী অন্য শিল্পীর মতোই আমার গানটাও রেকর্ডিং হওয়ার কথা ছিল। সবার গান করতে করতে আমার গানের জন্য সময় ছিল না। আমাকে বলা হলো, তোমার গান যদি করতে হয় তুমি নিজের মতো করে নিয়ে আসো। আমরা আর সময় পাব না। তখন রাজধানীর তেজকুনিপাড়া ঝংকার স্টুডিওতে গিয়ে গানটি রেকর্ডিং করা হয়। গানটি বিটিভিতে প্রচারের পর ইতিহাস হয়ে গেলো। আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর গানটি আমার অ্যালবামে রিলিজ হয়। কুমার বিশ্বজিৎ বলেন, একটা গান দুই বা তিনটা জেনারেশনকে যখন ছুঁতে পারে, তখন শিল্পী হিসেবে আমার ভীষণ ভালো লাগে। এটা একজন শিল্পীর জন্য পরম পাওয়া। কোনো গানের সবচেয়ে বড় স্বার্থকতা হলো তার স্থায়িত্ব। শৈশব থেকে একজন মানুষ একজন মানুষকে ভালোবাসার নিটল গল্পটা কাব্যিকভাবে উপস্থাপিত হয়েছে এই গানে। অনেক গান হয়তো অগোচরে হারিয়ে যায়। তবে স্থায়িত্ব ও গ্রহণযোগ্যতা একটা ভাগ্যেরও ব্যাপার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন