গত বছর পুর্টোরিকোতে হারিকেন মারিয়া আঘাতে ৪ হাজার ৬০০ এরও বেশি মানুষ মারা গিয়েছিলেন বলে দাবি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সরকারি হিসেবে এই সংখ্যা ছিল মাত্র ৬৪। গবেষকদের দাবি, এর চেয়েও ৭০ গুণ বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন ওই ঝড়ে। ২০১৭ সালে পুর্টোরিকোতে হারিকেন মারিয়া আঘাত আনে। সেসময় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় দেশটি। সরকারি তথ্যমতে ঝড়ের আঘাতে ৬৪ জনের মৃত্যু হয়েছিল। তবে তারা জানিয়েছে নিহতের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে। এরপর নিহতের প্রকৃত সংখ্যা জানতে অনুসন্ধানে নামে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। চলতি বছর জানুয়ারি থেকে মার্চে তিন হাজার বাড়িতে যোগাযোগ করে তারা। রয়টার্স।
মাসব্যাপী আন্দোলনে নিকারাগুয়ায় নিহত ৮০
ইনকিলাব ডেস্ক : নিকারাগুয়ায় সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত ৮০ জন নিহত হয়েছেন। এই হত্যাকান্ডে সরকারকে দায়ী করেছে ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের অভিযোগ, আন্দোলন দমিয়ে রাখতে উগ্র গোষ্ঠীকে সহায়তা করছে সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। গত ১৬ এপ্রিল দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা অবসরোত্তর ভাতা ও এর তহবিল পুনর্গঠনের ঘোষণা দেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ মেনে দেওয়া এই ঘোষণায় পেনশন তহবিলে ব্যক্তির অংশ বাড়ানোর পাশাপাশি ভাতার পরিমাণ কমানো হয়। নিকারাগুয়ার পেনশন তহবিলের একাংশ বিনিয়োগ করা হয় ওর্তেগা সরকারের কর্তাব্যক্তিদের আওতাধীন প্রতিষ্ঠানে, যা আগামী আগস্টেই দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। ডাক দেয় আন্দোলনের। মাসব্যাপী চলা এই আন্দোলনে উত্তাল হয়ে গেছে নিকারাগুয়া। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮০ জন। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন