শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত কাউন্সিলর একরাম এর ঘটনা বিচার বিভাগীয় তদন্তের দাবীতে কক্সবাজারে সংবাদ সম্মেলন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ৭:৫৮ পিএম

টেকনাফে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে পৌর কাউন্সিলর একরামের হক এর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে তার পরিবার। ৩১মে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একরামুলের স্ত্রী আয়েশা খাতুন জানান, ডিজিএফআই এর কিছু লোক জমি সংক্রান্ত বিষয়ের কথা বলে তার স্বামীকে ডেকে
নিয়ে যায় এবং পরিকল্পিতভাবে হত্যা করে। একরামুল হক ইয়াবা ব্যবসায় সংশ্লিষ্ট
ছিলেন না বলে দাবী আয়েশাা খাতুন বলেন,  তাদের অর্থনৈতিক অবস্খ খারাপ ছিল। এ সময় সংবাদ সম্মেলনে নিহত  উপস্থিত ছিলেন তার ভাই ও মেয়েররা।

গত শনিবার দিনগত রাত সাড়ে ১২ টায় কক্সবাজার- টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে নোয়াখালিপাড়ায় র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার কায়ুকখালীপাড়ার মৃত আবদুস
সাত্তারের ছেলে এবং একই ওয়ার্ডের পর পর তিনবার নির্বাচিত কাউন্সিলর। টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও টেকনাফ বাস ষ্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি এবং টেকনাফ হাইয়েছ মাইক্রো শ্রমিক ইউনিয়ন এর সাবেক আহবায়ক
ছিলেন।

 
উল্লেখ্য  ইতোমধ্যে একরাম নিহত হওয়ার ঘটনা নিয়ে স্থানীয়ভাবে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখ দিয়েছে। জনগন বলছেন, নিরীহ একরামকে ভুল তথ্য দিয়ে খুন করিয়ে প্রকৃত ইয়াবা ব্যবসায়ীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তারা রাঘব বোয়ালদের ক্রসফায়ারের আওতায় আনার দাবী জানান।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন