মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাউজানে ঈদ সামগ্রী বিতরণ

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১২:০০ এএম

রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, মাদক মুক্ত রাউজান ঘোষনা আগেই শুরু করেছি। রাউজান থেকে চিরতরে মাদক নির্মূল করা হবে। আমি চাইনা রাউজানের কোন মানুষ ক্রস ফায়ারে মৃত্যু হোক। তিনি গতকাল শনিবার সকালে রাউজান পৌর এলাকার নয় নং ওয়ার্ডে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌর সভার প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ন সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, রাউজান মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবদুল মন্নান। অনুষ্ঠানে প্রায় তিন হাজার নারী পুরুষকে দশ টন খাদ্য সমগ্রী ও ঈদের নতুন কাপড় উপহার দেন সাংসদ ফজলে করিম চৌধুরী। রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌর সভার প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজের ব্যবস্থাপনায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জমির উদ্দিন পারভেজ জানান অনুষ্ঠানে রাউজান মহিলা মাদ্রাসার প্রায় ১৭০ জন ছাত্রীকে ছাতা উপহার দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন