বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, আহত ৪

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৮, ৪:১৪ পিএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালিহাতী উপজেলার চরভাবলা ও মির্জাপুর উপজেলার কুর্ণি এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলো, আশিক হাসান (২৫), তৈয়বর রহমান (৫০) ও সাগর (১০)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, সকাল সাতটার দিকে ঢাকাগামী চাউলভর্তি একটি ট্রাক ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা কার্টুনভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় ট্রাকের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক ও তৈয়বরকে মৃত ঘোষনা করেন। আশিক পাবনা জেলার চাটমোহর উপজেলার পাচুরিয়া গ্রামের রবিউল সরকারের ছেলে এবং তৈয়বর লালপুর উপজেলার কুজিরপুকুর এলাকার সাইফুর রহমানের ছেলে। এদিকে সকালে একই মহাসড়কে মির্জাপুর উপজেলার কুর্ণি এলাকায় মায়ের সাথে নানার বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলো শিশু সাগর। এসময় অজ্ঞাত একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাগর নিহত হয়। সাগর টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। গুরুতর আহত অবস্থায় নিহত সাগরের মাকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন