চট্টগ্রামের আনোয়ারায় নেশার টাকা না পেয়ে মায়ের শাড়িতে আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে মোহাম্মদ ছবুর (৩৫) নামের এক মাদকাসক্ত ছেলে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী মাদকাসক্ত ওই ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ছবুর ওই গ্রামের মোহাম্মদ তৈয়বের পুত্র। স্থানীয় সূত্র জানায়, নেশাগ্রস্ত অবস্থায় তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। এ সময় তার মা টাকা দিতে না পারায় ঘরে থাকা মায়ের শাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বাড়ির নুর মোহাম্মদ, নেজাম উদ্দিন, শাহ্ আলম, মোহাম্মদ ছৈয়দ ও মো.ইসহাকের ঘরে আগুন লাগে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এসব ঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি নেজামের তেলের দোকান ও শাহ্ আলমের মুদির দোকানও ভস্মীভূত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম জানান, আগুনে পুড়ে পাঁচ পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, মাদকাসক্ত ছবুর তার মায়ের শাড়িতে আগুন দেয়ার কথা স্বীকার করেছে। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন