রাজধানীর কলেজগেট এলাকায় তরুণীকে জোর করে প্রাইভেট কারে তুলে ধর্ষণচেষ্টার অভিযোগে কারটির মালিক রনি হককে আটক করেছে পুলিশ। শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক রনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ প্রসঙ্গে ওসি আরও বলেন, ‘এখনও নির্যাতনের শিকার মেয়েটির কোনও সন্ধান পায়নি পুলিশ। তবে অভিযুক্ত রনিকে আটক ও তার প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।’
এর আগে শনিবার (৯ জুন) রাতে রনি ও তার ড্রাইভার একটি মেয়েকে জোর করে তাদের প্রাইভেট কারে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। এসময় রাস্তায় থাকা লোকজন বিষয়টি কলেজ গেট এলাকায় প্রাইভেট কারটি আটক করে। পরে সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে এবং রনি ও তার ড্রাইভারকে গণপিটুনি দেয় পথচারীরা। পরে রনির প্রাইভেট কারের ড্রাইভার পালিয়ে গেলেও রনিকে আটক করে পুলিশ।
এই ঘটনার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায় এবং সামজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন