শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ছাতকে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: মামলা দায়ের

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ৪:৩২ পিএম | আপডেট : ৫:০১ পিএম, ৩ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের ছাতকে (১৪) বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত জাকারিয়ার বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-৩) দায়ের করেছেন। জাকারিয়া ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে।
জানা যায়, অভিযুক্ত জাকারিয়া প্রায় সময় স্কুল ছাত্রীকে উত্যেক্ত করে আসছিলো। গত ৩০ নভেম্বর সকালে ওই স্কুল ছাত্রী তার বাড়ির পাশের পুকুরে কাপড় ধোঁয়ার জন্য গেলে লম্পট জাকারিয়া তাকে মুখে গামছা দিয়ে বেধেঁ পাশের ঝুপে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় তার শোর-চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে লম্পট পালিয়ে যায়। এঘটনার পর থেকে সে এলাকা ছেড়ে পালিয়ে আছে। এদিকে ধর্ষন চেষ্টা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন