গাইবান্ধার সুন্দরগঞ্জে আল আমিন মিয়া (২০) নামে এক বখাটের বিরুদ্ধে ৭ম শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষন চেষ্টার উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বখাটে আল আমিন মিয়া উপজেলার দহবন্দ ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও স্কুল ছাত্রী স্থানীয় ঝিনিয়া এম.এ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগে জানা যায়, বেশ কিছুদিন থেকে বখাটে আল আমিন মিয়া ওই স্কুল শিক্ষার্থীকে বিদ্যালয় মোবাইল ফোন কিনে দেয়ার প্রলোভন দিয়ে আপত্তিকর কথাবার্তাসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। সর্বশেষ গত ১৯ নভেম্বর বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিয়ে সকাল ১১ টার দিকে বাড়ি ফেরার পথে ঝিনিয়া গ্রামের পেদুচ্ছিড়া নামক স্থানে পৌঁিছলে বখাটে আল আমিন মিয়া কয়েকজন বন্ধু মিলে ওই স্কুল ছাত্রীর পথ রোধ করে রাস্তার পশ্চিমে ধানক্ষেতে নিয়ে মাটিতে ফেলিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। বখাটে আল আমিন মিয়া তার ব্যবহৃত টার্চ মোবাইল ফোন ফেলে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য পশু চিকিৎসক আনোয়ার হোসেন জানান, বিষয়টি শুনেছি। কাজটি অন্যায় হয়েছে। এ ধরণের ঘটনার বিচার হওয়া উচিত। ইউপি চেয়ারম্যান গোলাম কবীর মুকুল জানান, বিষযটি জানি এবং ঘটনাটি সত্য। থানার পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন