কুষ্টিয়ার দৌলতপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে হামিদুল ইসলাম (২৫) নামে এক যুবকের ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর হাসপাতাল রোডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই যুবককে কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইয়াসমিন আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে দৌলতপুর হাসপাতাল রোডে পূর্ব থেকে অবস্থানরত যুবক হামিদুল ইসলাম তাকে উত্ত্যক্ত করে। এসময় ওই স্কুলছাত্রী বিষয়টি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারকে জানালে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার তৎক্ষনাত ঘটনাস্থলে উপস্থিত উত্ত্যক্তকারী হামিদুল ইসলামকে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে হামিদুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডিত যুবক হামিদুল ইসলাম উপজেলার তারাগুনিয়া গ্রামের জাকিরুল জোয়াদ্দারের ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন