নাটোরের সিংড়ায় অপহরণের ৫মাস পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় জাহিদ নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ সিংড়া উপজেলার সূর্যপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
জানা যায়, অভিযুক্ত আসামি জাহিদ ওই স্কুলছাত্রীকে বিভিন্ন সময়ে উত্যক্ত করে আসছিল। পরিবারের লোকজন ওই স্কুলছাত্রীকে তার নানার বাড়িতে পাঠিয়ে দেয়। গত ২৮মে রাতে নানার বাড়ির এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় জাহিদ। এঘটনায় স্কুলছাত্রীর মামা মো. তৈয়ব আলী থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। অপহরণের প্রায় ৫মাস পর তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ অক্টোবর) রাতে সিংড়া উপজেলার চামারী এলাকা থেকে অপহৃতা স্কুলছাত্রীসহ জাহিদ নামে একজনকে গ্রেফতার করে র্যাব। এলাকাবাসীর দাবী প্রেমের টানে ঘর ছাড়ে ওই স্কুলছাত্রী, ইতোমধ্যে বিয়ে-সাদি হয়ে গেছে। নাটোর র্যাব সিপিসি-২, ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত জাহিদকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন