অপহরনের ১৫ দিন পর লক্ষীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়নের দাসের হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে গতকাল রোববার দুপুরে লক্ষীপুর শহরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি লক্ষীপুর সদর উপজেলার চর শাহী গ্রামের দাসের হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে তার বাড়ির আঙ্গিনা থেকে জোরপূর্বক অপহরন করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা আবদুল ওহিদ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় চর শাহী গ্রামের আবুল খায়েরের ছেলে মো.মামুনসহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত রাকিব নামে এজনকে গ্রেফতার করেছে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন