সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়েই চলছে ট্রেন। প্রতিটি ট্রেনই ছাড়ছে ৩০ মিনিট থেকে দেড় ঘণ্টা দেরিতে। তবে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছাড়লো প্রায় পাঁচ ঘণ্টা পর।
শিডিউল বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে রয়েছেন নারী ও শিশু যাত্রীরা। ভ্যাপসা গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। স্টেশন কর্তৃপক্ষ বলছে, ট্রেনে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় গতি কমেছে। এজন্য ট্রেন স্টেশনে পৌঁছাতে দেরি করছে, ছাড়তেও হচ্ছে দেরি।
শুক্রবার (জুন ১৫) কমলাপুর স্টেশনে সকাল থেকেই প্রতিটি প্ল্যাটফর্মে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেন আসতে দেরি করায় অনেকেই ঘুমিয়ে সময় কাটাতে দেখা গেছে।
ধূমকেতু ট্রেনটি সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও এটি কমলাপুরে এসে পৌঁছায় সকাল সাড়ে ১০টায়। পৌনে ১১টার পর স্টেশন ছাড়ে ধূমকেতু। অন্যদিকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা থাকলেও এখনও কমলাপুরে এসে পৌঁছায়নি।
এ বিষয়ে রেলওয়ের স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, সকাল থেকেই যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় ট্রেনে ধীরগতি ছিল। এসব ট্রেন স্টেশনে আসতে দেরি করায় একটু দেরি হচ্ছে, কমলাপুর থেকে আমাদের কোনো দেরি হচ্ছে না। এখন পযন্ত ১৫টি (বেলা ১১টা পর্যন্ত) ট্রেন স্টেশন ছেড়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন